বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

জুরাছড়িতে কৃষক দলের তৃণমূল পর্যায়ে ‘কৃষক সমাবেশ’ 

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৮
জুরাছড়িতে কৃষক দলের তৃণমূল পর্যায়ে ‘কৃষক সমাবেশ’ 
ছবি: যায়যায়দিন

গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে জুরাছড়ি উপজেলায় তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ‘কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাঙামাটি জুরাছড়ি উপজেলার শীলছড়িতে অনুষ্ঠিত কৃষক সমাবেশে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি গুনসিন্ধু চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি বিএনপি সভাপতি অনিল বরণ চাকমা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন বিএনপি সহ সভাপতি ধন পূর্ন চাকমা, সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা যুব দলের আহ্বায়ক আশু গোপাল চাকমা, সদস্য সচিব বিরানন্দ চাকমা, যুগ্ম আহ্বায়ক রাজেশ চাকমা, ছাত্র নেতা কল্লোল চাকমাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা তার দলবল নিয়ে কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। দেশের সম্পদ লুটপাট করে দেশ থেকে পালিয়েছে। সেই স্বৈরাচারী সরকারে দোসরেরা দেশে বিশৃংখলা সৃষ্টি করতে বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এজেন্টদের চিহৃিত করে প্রতিহত করতে কৃষকদের প্রতি আহ্বান জানান বক্তারা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে