বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময়

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৬
দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময়
ছবি: যায়যায়দিন

গণহত্যাকারী, খুনি, ফ্যাসিস্ট ও পতিত স্বৈরাচার, আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মসূচীর প্রতিবাদে ও প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার দাবিতে ৮ ফেব্রুয়ারি দাউদকান্দি হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য জনসভা উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিএনপি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতিবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন বক্তব্য রাখেন। এসময় দাউদকান্দি উপজেলা বিএনপি'র আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া,পৌর বিএনপি’র আহবায়ক নূর মোহাম্মদ সেলিম,

পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, পৌর বিএনপি’র সদস্য সচিব কাউছার আলম সরকার পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক কাউন্সিলর বিল্লাল হোসেন সুমন, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক কাউন্সিলর মোস্তাক সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে