শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

জনতার ক্ষোভের আগুনে পুড়েছে তোফায়েল আহমেদের প্রিয় কুটির

বোরহানউদ্দীন (ভোলা) প্রতিনিধি
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৮
জনতার ক্ষোভের আগুনে পুড়েছে তোফায়েল আহমেদের প্রিয় কুটির
ছবি: যায়যায়দিন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার গাজিপুর রোডের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ জনতা। বুধবার (৫ ফেব্রয়ারি) রাত পৌনে একটায় ওই বাসায় আগুন দেয়া হয়।

প্রত্যক্ষদশীরা জানান, রাত সাড়ে ১২ টায় বিক্ষুদ্ধ জনতার একটি মিছিল গাজীপুর রোড যায়। এসময় মিছিলকারীরা গাজিপুর রোডের প্রিয় কুটির নামের তোফায়েল আহমেদের বাড়িতে হামলা ভাংচুরের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। বিক্ষুদ্ধ জনতা তোফায়েল আহমেদের বাড়ির ভিতর থেকে আসবাবপত্র বাইরে এনে আগুন দিতে দেখা গেছে। এছাড়াও রাত ২ টা পর্যন্ত ওই বাড়িতে আগুন জ্বলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঐ সময় বাড়ির সামনের রাস্তাসহ এলাকায় বিক্ষুদ্ধ জনতা অবস্থান করে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে