শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সরকারি কাজে বাধা দেয়ায় যুবকের কারাদণ্ড

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৮
সরকারি কাজে বাধা দেয়ায় যুবকের কারাদণ্ড
ছবি: যায়যায়দিন

কুড়িগ্রামের চিলমারীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মোবাইল কোট পরিচালনাকালে বাঁধা প্রদান করায় বাবলু মিয়া (৩৬) নামে এক যুবককে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহষ্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় তাকে এ কারাদ- প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় বাবলু মিয়া নামে ওই যুবক সরকারী কাজে বাঁধা প্রদান করেন। পরে তাকে দ-বিধির ১৮৬০ এর ১৮৮ ধারার অপরাধে ৬ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান জানান, সরকারি কাজে বাধা দেওয়ায় বাবলু মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে