বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কুয়াকাটায় সাংবাদিক মিরনের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০২
কুয়াকাটায় সাংবাদিক মিরনের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
ছবি: যায়যায়দিন

কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনকে গত ৪ ফেব্রুয়ারি এলোপাথাড়ি কুপিয়ে জখমের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, বাংলাদেশ প্রতিদিনের সাজ্জাদ আহমেদ মাসুদ, নয়া দিগন্তের হারুন অর রশিদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি সোহাগ রহমান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, বিজয়ের ডাকের হাফিজ উল্লাহ প্রমুখ। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাংলা ভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের উপর হামলাকারীদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হামলাকারীদেরকে আইনের আওতায় না আনা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে