বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

হোমনায় ছুরিকাঘাতে কিশোর নিহত

হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৯
হোমনায় ছুরিকাঘাতে কিশোর নিহত
ছবি: যায়যায়দিন

কুমিল্লা হোমনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাউছার হোসেন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে ।

গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চান্দেরচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কিশোর চাঁন্দরে চর বাজারে একটি ফার্নিচার দোকানে চাকরি করতেন। তার পিতার নাম জাহাঙ্গীর আলম। তার বাড়ি তাতুয়ার চর গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চাঁন্দেরচর ইউনিয়নের চান্দেরচর বাজারের একটি ফার্নিচার দোকানের সামনে দিয়ে গত রবিবার একই এলাকায় অবস্থিত চাঁন্দের চর আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী ইমন ও শায়েক মাদ্রাসা যাচ্ছিল এই সময় ফার্নিচার দোকানের কর্মচারী কাউছার হোসেন তার বন্ধু সাব্বিরকে সাবরি বলে ডাক দেয় এই সময় একই এলাকায় অবস্থিত চান্দেরচর আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ইমন ও শায়খের এই রাস্তা দিয়ে যাচ্ছিল এই সময় শায়েক মনে করে তাকে বিদ্রুপ করে ডাকা হয়েছে এ নিয়ে কাউছার,নাজমুল সাইদুল,কাইয়ুমের সাথে কথা কাটাকাটি হয় ।

এই ঘটনার জের ধরে গতকাল শুক্রবার চান্দের চর মাদ্রাসার ওয়াজ মাহফিলে গেলে মাদ্রাসা শিক্ষার্থী শাহাদাত ইমন গেলে এ সময় ফার্নিচার দোকানে কর্মচারী কাউছার,নাজমুল সাইদুল,কাইয়ুম সেখানে যায় এই সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে কাউসার এর বুকে ছরিকাঘাত করে এই সময় আহত অবস্থায় তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য নিয়ে আসলে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করলে ঢাকা নেওয়ার পথে কাচঁপুর ব্রিজ এলাকায় গেলে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

হোমনা থানার অফিসার ইনচার্জ জাবেদ উর রহমান জানান, দুই দল কিশোরের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় গত কয়েকদিন আগে গতকাল আবার তারা দেখা হলে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে কাউসারকে ছুরিকাঘাত করা হয়। তাকে ঢাকা নেওয়ার পর সে রাস্তায় মারা যায়।লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে