বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বেতাগীতে অতিমূল্যে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৪
বেতাগীতে অতিমূল্যে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
ছবি: যায়যায়দিন

বরগুনার বেতাগীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করার অপরাধে মনির এন্টারপ্রাইজের মালিক মো: বশির উদ্দীনকে ৪০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১০ ফ্রেরুয়ারি) দুপুরে বেতাগী পৌর শহরের উপজেলা পরিষদ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অধিদপ্তরের বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এ অভিযান পরিচালনা করেন।

জানাগেছে, দুপুরে বেতাগী বাজারে অভিযানকালে সার ডিলার, মুদিখানাসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান গুলোতে তদারকী করা হয়। এ সময় মেসার্স মনির এন্টারপ্রাইজ নামে বিএডিসি সার ডিলারের দোকানে তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার প্রমাণ পাওয়ায় এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: বশির উদ্দীন উদ্দিনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সহযোগিতায় ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: মিজানুর রহমান ও বেতাগী থানা পুলিশের একটি দল।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে