বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কাশিয়ানীতেদুই ছিনতাইকারী গ্রেপ্তার, সোনা উদ্ধার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৫
কাশিয়ানীতেদুই ছিনতাইকারী গ্রেপ্তার, সোনা উদ্ধার
ছবি: যায়যায়দিন

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে দুই ছিনতাইকারীকে ছিনতাইকৃত সোনা সহ গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ওই দুই ছিনতাইকারীকে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, ২৭ জানুয়ারি কাশিয়ানী উপজেলা সদর বাজারের অন্তরা জুয়েলার্স থাকে উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরন্যকান্দী গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার স্ত্রী মোসা রিনা বেগম চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পিঙ্গলিয়া গ্রামে তার জামাই পলাশ মিয়ার বাড়িতে যাওয়ার সময় দুই ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পুলিশ অনুসন্ধান করে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বোয়ালমারী উপজেলার চিতার বাজারের মোঃ নাছিরের চায়ের দোকানের সামনে থেকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে এক ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে।

অভিযানকারী এস আই মোঃ হারুনার রশিদ ও এস আই সুকুমার সরকার জানান কয়েক দিন ধরে তাদের পিছনে অনুসন্ধান করে অফিসার ইনচার্জ মোঃ সফিউদ্দিন খানের নেতৃত্বে তাদেরকে ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কার সহ হাতেনাতে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চিতার বাজার থেকে গ্রেফতার করি।

অফিসার ইনচার্জ মোঃ সফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে