বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভালোবাসা দিবসের নামে অশ্লীলতা ও অপসংস্কৃতি চর্চার বিরুদ্ধে লিফলেট বিতরণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৪
ভালোবাসা দিবসের নামে অশ্লীলতা ও অপসংস্কৃতি চর্চার বিরুদ্ধে লিফলেট বিতরণ
ছবি: যায়যায়দিন

১৪ই ফেব্রুয়ারী ভেলেনটাইন ডে বা ভালোবাসা দিবস উদযাপনের নাম অশ্লীলতা, বেহায়াপানা, অপসংস্কৃতি চর্চা থেকে কিশোর-কিশোরী, যুব-যুবতীদের বিরত রাখতে এবং অপসংস্কৃতিবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে লিফলেট বিতরণ করেছে ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে সংগঠনের উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল, মাদরাসা, কিন্ডারগার্টেন ও কলেজের শিক্ষার্থীদের মাঝে এই সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও হাট-বাজার ও বিভিন্ন পার্কেও এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। এতে অংশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের সভাপতি মুফতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো. রবিউল ইসলাম পিয়াস, মুছা মিয়া ও মো. শাকিলসহ আলেম সমাজ, তরুন, যুবক ও ছাত্র সমাজের প্রতিনিধিরা।

এসময় আয়োজকরা জানান, ভালোবাসা দিবসের নামে তরুণ ও যুব সমাজ অশ্লীলতা, বেহায়াপনা ও অপসংস্কৃতির চর্চা করে। যা ধর্মীয় ও সামাজিভাবে পরিবার ও সমাজে বিরূপ প্রভাব ফেলে। তাই সমাজের প্রতিটি নাগরিককে সচেতন করার লক্ষেই এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হচ্ছে'।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে