ফরিদপুরের নগরকান্দায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে দুই ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল আসাদুজ্জামান শাকিল এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম, পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নগরকান্দা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক কামরান মাতুব্বর, হাসিবুল হাসান রাজু।
সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন চলমান অভিযান অপারেশন ডেভিল হান্টে দুই ইউপি চেয়ারম্যানসহ চারজনকে আটক করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।
যাযাদি/ এমএস