বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চাটখিলে আওয়ামীলীগ নেতাসহ গ্রেফতার ৩

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫১
চাটখিলে আওয়ামীলীগ নেতাসহ গ্রেফতার ৩
ছবি: যায়যায়দিন

নোয়াখালীর চাটখিল উপজেলার আওয়ামীলীগ নেতাসহ তিন জনকে গত মঙ্গলবার রাতে চাটখিল থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে চাটখিল পৌর আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন (৪৪), পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল (৪৮) ও স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম জিহাদ (২৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত (২৪ জানুয়ারী) ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ার পর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বানসা বাজারে মহড়া দেয়।

এসময় স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের সাথে তাদের দাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটে। ঐ দিন রাতেই ঘটনার সাথে জড়িত দুই ছাত্রলীগের কর্মীকে গ্রেফতার করা হয়। ঘটনার ১৬দিন পর চাটখিল পৌর পরিবহন শ্রমিক দলের নেতা মাসুদ আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় চাটখিলের বাহিরে দেশ-বিদেশে আত্মগোপনে থাকা কয়েকজন নেতাকর্মীসহ ৮৪ জনকে আসামী করা হয়েছে। এছাড়াও অজ্ঞানামা আরও ৭০/৮০ জনকে আসামী করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে