বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ) কাজিপুরের যমুনায় জাটকা ধরার অপরাধে অখিল নামের এক জেলের ৩০০ মিটার চেলি বেড় জাল জব্দের পর আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বিকেল সাড়ে তিন টার দিকে মেঘাই এক নম্বর স্পারে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে জালগুলো জব্দ করার তা পুড়িয়ে ফেলার নির্দেশ দেন।
এ সময় কাজিপুর উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক সহ মৎস্য বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।
যাযাদি/ এমএস