জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে বিবাদমান দু’গ্রুপের সংর্ঘষ, দলীয় কার্যালয়ে ভাংচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটায়। এ ঘটনায় আজ রোববার বেলা ৩ টা হতে আগামীকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত পুরো পুনট ইউনিয়নে ১৪৪ ধারা জারী করেছে কালাই উপজেলা প্রশাসন।
কালাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ ইফতেকার রহমান স্বাক্ষরিত বিঞ্জপ্তিতে জানানো হয় কালাই উপজেলার পুনট বাসষ্ট্যান্ড এলাকাসহ সমগ্র পুনট ইউনিয়নে আজ রবিবার বেলা ৩টা হতে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। এই সময় সকল প্রকার সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, মাইক ব্যবহার, সকল প্রকার আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র বহন ও ৫ বা তার বেশী লোকের অবস্থান এবং চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। ১৪৪ ধারা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন জানান, পুনটে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছেন। যদি কেউ আইন অমান্য করার চেষ্টা করে, তাহলে কঠোর হস্তে দমন করা হবে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।
উল্লেখ্য যে, পুনট ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে এখানে বিএনপির স্থানীয় দু’টি গ্রæপের মধ্যে সংর্ঘষ, দলীয় কার্যালয়ে ভাংচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটলে প্রশাসন এ ব্যবস্থা গ্রহন করেন।
যাযাদি/ এমএস