ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী তারণ্যেমেলা ও পিঠা উৎসব পালন হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে স্কুল মাঠে এ উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক। উৎসবে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়।
উৎসবে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, উপজেলা জামায়তের আমীর জামাল উদ্দিন চৌধুরী,
উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা শাহীন, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ওমর ফারুক রাজু, আবদু রহিম বাবুসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। এ উৎসবের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের মাঝে একটি মেলবন্ধনের সৃষ্টি হয়েছে।
যাযাদি/ এমএস