জয়পুরহাটের কালাই উপজেলার হারুঞ্জা মন্ডল পাড়ায় নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 'স্তন ও জরায়ু ক্যান্সার বিষয়ক উঠান বৈঠক' অনুষ্ঠিত হয়েছে। সামাজিক প্রতিষ্ঠান শেকড়ের উদ্যোগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শুধুমাত্র মহিলাদের জন্য আয়োজিত এ বৈঠকে ৬০ জন স্থানীয় নারী অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেকড়ের প্রতিষ্ঠাতা সাজিয়া ইসলাম পায়েল। বক্তব্য দেন কালাই হাসপাতালের সাবেক পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) বিলকিস বেগম, শেকড়ের উপদেষ্টা মুঞ্জুয়ারা ইসলাম, সাজ্জাদুল ইসলাম, প্রতিষ্ঠানের কো ফাউন্ডার আরমান হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, 'স্তন ও জরায়ু ক্যান্সারের প্রতিরোধ বা প্রতিকারে সবচেয়ে বড়ো বাধা হচ্ছে বিষয়টিকে ট্যাবু বা নিষিদ্ধ ভাবা। এ বাধার দেয়াল আমাদেরই ভাঙতে হবে।'
এছাড়াও অনুষ্ঠানে স্তন ও জরায়ু ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, ঝুঁকি নিরুপণ, এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক সময়ে চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কেও বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।