বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

গলাচিপায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪২
গলাচিপায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা
ছবি: যায়যায়দিন

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় গলাচিপা সরকারি কলেজ খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা এবং দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীদের মধ্যে ১ম স্থান অধিকারীরা পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, ইন্সট্রাক্টর ইউআরসি মাহবুব আলম সিকদার, সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, দীপশিখা জয়ন্তী, মো. কামাল হোসেন, মো. মজনু মোল্লা, রফিকুল ইসলাম ও রিপন কুমার দাস প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে