বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫২
তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ১৯ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব -২০২৫ আয়োজন করা হয়। সকাল ১১ টায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে আয়োজনটি শুরু হয়েছে।

উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হক, সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার রাফিদ মোস্তফা, মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন , খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোফাখ খারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা , দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য ও বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতেহ ,উপজেলা শাখার জামাতি ইসলামের সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম , যুবক বিভাগের সভাপতি মোঃ সেলিম রেজা প্রমূখ ।

সভার সমাপ্তির পর প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড, হুইল চেয়ার বিতরণ এবং ২৬ জন ক্যান্সার,কিডনী, স্ট্রোকে প্যারালাইজড,থ্যালাসেমিয়া, জন্মগত হৃদরোগ,লিভার সিরোসিস আক্রান্ত ব্যক্তির মাঝে ১৩ লক্ষ টাকা বিতরণ করাহয়। বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে