দেবিদ্বারে শবে বরাত রাতে দুই গ্রুপের সংঘর্ষে মসজিদে হামলা ও ভাংচুরের ঘটনা মামলার আসামি আরিফুল ইমন (২২) নামের এক জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে ফতেহাবাদ নয়াকান্দির এলাকার মালু মিয়ার ছেলে। এ মামলায় মোট- ২১ জন কে আসামি করা হয়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন,দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।
জানা যায়, কয়েক মাস আগে দুই-পক্ষের মাঝে ক্রিকেট খেলা নিয়ে ঝগড়ার জের ধরে গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র শবে বরাত রাতে দেবিদ্বার উপজেলার পৌরসভার ফতেহাবাদ দক্ষিণ পাড়া সাবেক কাশেম কমিশনারের বাড়ির বায়তুল আকসা মসজিদে মুসুল্লিরা নামাজরত অবস্থায় চলাকালে অতর্কিত ভাবে হামলা ও ভাংচুর করে দুর্বৃত্তরা।
এতে আহত হন ৪ জন। এর মধ্যে গুরুতর আহত হন মসজিদ কমিটির সভাপতি মুদি দোকানদার মো. ইব্রাহিম। তিনি হাসপাতালে এখনো লাইফসার্পোটে আছেন।
এদিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান- আসামি আরিফুল ইসলাম ইমনকে বুধবার দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়, পরে কুমিল্লা আদালতে পাঠানো হয় এবং বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
যাযাদি/ এমএস