বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভাষা শহীদদের প্রতি ডামুড্যা সাংবাদিক ইউনিয়নের বিনম্র শ্রদ্ধা

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১
ভাষা শহীদদের প্রতি ডামুড্যা সাংবাদিক ইউনিয়নের বিনম্র শ্রদ্ধা
ছবি: যায়যায়দিন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে শরীয়তপুরের ডামুড্যা সাংবাদিক ইউনিয়ন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধা জানান ডামুড্যা সাংবাদিক ইউনিয়ন এর সকল সদস্য বৃন্দ।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ শহীদ মিনারে মহান ভাষা শহীদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ডামুড্যা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নান্নু মৃধা, ডামুড্যা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম খোকন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভূইয়া, ডামুড্যা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কালাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ সেলিম, ডামুড্যা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আঃ রহমান সোহেল, সাংবাদিক ইউনিয়ন সদস্য আবু আলম ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।

পরে ডামুড্যা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোহাম্মদ নান্নু মৃধা বলেন, একুশ মানেই প্রেরণা, একুশ মানেই চেতনা। ৫২’র মহান ভাষা আন্দোলনের প্রেরণা থেকেই আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা। পরবর্তীতে সেই প্রেরণার বীজ থেকেই জন্ম নেয় আমাদের স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ। তাই একুশের চেনাকে ধারণ করে আগামী দিনে দেশের কল্যাণে আমাদের সবাই ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। একই সাথে মহান ভাষা আন্দোলনে আত্মত্যাগী শহীদদের জীবন সম্পর্কে আমাদের আরো বেশি বেশি করে জানতে হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে