বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

হোসেনপুরে সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২১
হোসেনপুরে সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের হোসেনপুরে দুর্ঘটনা ও অকাল মৃত্যু রোধে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনের সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তা-কিশোরগঞ্জ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনতা।

জানা যায়,উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত প্রাপ্তি আইডিয়াল স্কুলটি গোবিন্দপুর চৌরাস্তা-কিশোরগঞ্জ সড়কের পাশে অবস্থিত। গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা চাপায় প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী নুহা মনি নিহত হন৷ এছাড়াও এর আগে এ স্থানে একাধিকবার সড়ক দুর্ঘটনা শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাপ্তি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা আফাজ উদ্দিন প্রধান শিক্ষক কানিজ ফয়জুন্নাহার বীথি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক আলাল মিয়া,গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা প্রমূখ। এ সময় বক্তারা সড়কে দ্রুত সময়ের মধ্যে গতিরোধক স্থাপনের দাবি জানান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে