বান্দরবানের রোয়াংছড়িতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন ভিডিও ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথি উপস্থিত থেকে ১৩ কোটি ৩৪লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত তিন তলা বিশিষ্ট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভবন শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও ভার্চুয়ালে আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন দেশে ধর্মপ্রাণ মুসললি নর-নারীদের যাতে ধর্মীয় শিক্ষা চর্চা পাশাপাশি বিভিন্ন ধর্মালম্বীদের শিক্ষা সুযোগ পাই সেদিকে লক্ষ রেখে জেলা পর্যায়ে চার তলা ও উপজেলা পর্যায়ে তিন তলা করে এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ২টি ক্যাটাগড়িতে নির্মাণ করা হয়েছে। শুধু তাই নয়, ৭শত কোটি টাকা ব্যয়ে সারাদেশে ৫৬০টি জেলা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে রমজানের পূর্বে উদ্বোধনী প্রক্রিয়া শেষ করা হবে।
এসময় অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম সভাপতিত্বে ভিডিও ভার্চুয়ালে মাধ্যমে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, রোয়াংছড়ি সাব জোনে কমান্ডার এস.এম ইয়াসিন আজিজ, রাঙ্গামাটি গণপূর্ত সার্কেল তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. আনোয়ারুল আজিম, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ, বান্দরবান জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপচালক মো. সেলিম উদ্দিনসহ আরো অনেকে।
যাযাদি/ এমএস