মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আল্লাহ ও রাসুল (সাঃ) এর শানে পাঠ্যপুস্তক সংস্কার কমিশনের সদস্য রাখাল রাহা ও সোহেল হাসান গালীবের কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রæয়ারি) বাদ আছর শ্রীমঙ্গল জামে মসজিদ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রাণ কেন্দ্র চৌমুহনা চত্ত¡রে এসে আলোচনা সভার মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
এ সময় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাহেল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সাধারন সম্পাদক মোঃ ফয়েজ উদ্দিন, তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মোঃ আবুল কাশেম ও মৌলভীবাজার জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মোঃ রুমেন চৌধুরী, সমাপনি বক্তব্য দেন তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ রাকিবুল ইসলাম সালেহ।
এ সময় বক্তারা বলেন আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে যারা কটুক্তি করেছে তারা নাস্তিক। তাই নাস্তিক রাখাল রাহা ও সোহেল গালীবের শাস্তি দাবী করেন। এবং ঘোষণা করেন আগামীকাল ২৩ ফেব্রæয়ারী বাদ আছর সৈয়দ শাহ মোস্তফা রহঃ দরগাহ জামে মজসিদ প্রাঙ্গন হতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এতে দলে দলে যোগদান করার আহবান জানানো হয়। বক্তব্য শেষে দোয়ার মাধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
যাযাদি/ এমএস