বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দৌলতদিয়ায় অস্ত্রসহ আটক ১

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৬
দৌলতদিয়ায় অস্ত্রসহ আটক ১
ছবি: যায়যায়দিন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেশের বৃহত্তম যৌনপল্লি থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ মোঃ আবুল হাসেম সুজন (৫০) নামে একজনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম। আটককৃত মো. আবুল হাসেম সুজন রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকার মৃত আলী মিয়া’র ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার এসআই (নিঃ) ফরিদ মিয়া সংগীয় ফোর্সসহ রোববার ভোর পৌনে ৪টার দিকে যৌনপল্লিতে অভিযান পরিচালনা করে পূর্বপাড়া যৌনপল্লির ভিতর আইয়ুব মেম্বারের বাড়ীর ভাড়াটিয়া সীমা ওরফে লাখি (৩০) এর কক্ষে অভিযান পরিচালনা করে মোঃ আবুল হাসেম সুজনকে ০১টি বিদেশী পিস্তল, ০১টি পিস্তলের ম্যাগজিন, ০৩ রাউন্ড ৭.৬৫ তাজা গুলিসহ আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে