বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভৈরবে ২ দিনব্যাপী সাহিত্য সংস্কৃতি সপ্তাহের উদ্বোধন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৫
ভৈরবে ২ দিনব্যাপী সাহিত্য সংস্কৃতি সপ্তাহের উদ্বোধন
ছবি: যায়যায়দিন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের সম্মানে ভূষিত রফিকুল ইসলাম মহিলা কলেজ, ভৈরবে ২ দিনব্যাপী সাহিত্য সংস্কৃতি সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

আজ সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে সাহিত্য সংস্কৃতি সপ্তাহ এর শুভ উদ্বোধন করেন রফিকুল ইসলাম মহিলা কলেজের সাবেক কৃতি শিক্ষার্থী, প্রথিতযশা সাংবাদিক, কবি ও লেখক জাহানারা পারভিন। এই উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শতাধিক গ্রন্থের লেখক মোঃ শহীদুল্লাহ।

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক বিশিষ্ট সাংবাদিক সত্যজিৎ দাস ধ্রুব, ভৈরব রিপোর্টাস ক্লাব ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন,দ্বাদশ শ্রেণির মানবিকের শিক্ষার্থী ফাহিমা আক্তার সেতু। অতিথি হিসেবে মঞ্চে অন্যান্যদের মাঝে উস্থিত ছিলেন ইসলাম শিক্ষা বিষয়ক সহকারী অধ্যাপক জিয়ারত আলী মৃধা, হিসাববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান মোঃ টিপু সুলতান, গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের সিনিয়র শিক্ষক জেসমিনা খানম ও সাহিত্য সংস্কৃতি সপ্তাহ -২০২৫ এর আহ্বায়ক মোঃ জহিরুল হক।

অনুষ্ঠানের উদ্বোধক কবি ও সাংবাদিক জাহানারা পারভিন তার বক্তব্যে বলেন, এই কলেজে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যেই জাতীয় পর্যায়ে নানাবিধ পুরস্কার অর্জন করেছে,যা অন্যান্য কলেজের চেয়ে এটি একটি অসাধারণ ভাল দিক। পাশাপাশি এই কলেজের শিক্ষকদের আন্তরিকতা ও ভালবাসা, দায়িত্বশীলতার বিষয়ে ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের উদ্ধোধক জাহানারী পারভীন কে কলেজের পক্ষ থেকে সম্মাননা স্মারক তিনযুগ পূর্তির পাটের ব‍্যাগ, ম‍্যাগাজিন, বই তুলে দেন। এবং অধ‍্যক্ষ শহীদুল্লাহ রচিত গ্রন্থ ও উপহার প্রদান করেন। ২ দিন ব্যাপী উদ্বোধনী পর্বে আজ থাকছে আবৃত্তি বাংলা, আবৃত্তি ইংরেজি, হামদ নাথ, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, পল্লীগীতি আধুনিক ও দেশাত্ববোধক গান ও দেশীয় নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামীকাল থাকবে ৫২ ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্য, সমকালীন বিশ্ব পরিস্থিতির উপর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, বাংলা বিতর্ক প্রতিযোগিতা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে