বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কাহারোলে কৃষক দলের সমাবেশ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৩
কাহারোলে কৃষক দলের সমাবেশ
ছবি: যায়যায়দিন

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাসব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিনাজপুরের কাহারোলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাহারোল উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের কাহারোল বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ৩নং মুকুন্দপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ রফিকুল ইসলামের এর সভাপতিত্বে কৃষক সমাবেশের শুভ উদ্বোধন এবং কৃষকদের সাথে মতবিনিময় করেন, প্রধান অতিথি কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের ১নং সদস্য ও বীরগঞ্জ উপজেলা বি,এন,পি’র সভাপতি দিনাজপুর-১আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশি মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।

এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা বাদশা,উপজেলা .বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম, জাতীয়াবাদী কৃষকদলের জেলা যগ্ম আহবায়ক মোঃ লাইছুর রহমান লিপু, বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ হবিবর রহমার হবি, সাধারণ সম্পাদক মোঃ হুসেন আলী সহ উপজেলার সকল ইউনিয়নের কৃষক দলের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে