বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

লালন সাঁইজির স্মরণোৎসবে মধুপুর মাতালেন কুষ্টিয়ার বাউলরা

মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৫
লালন সাঁইজির স্মরণোৎসবে মধুপুর মাতালেন কুষ্টিয়ার বাউলরা
ছবি: যায়যায়দিন

ঘড়ির কাটায় তখন রাত সাড়ে আটটা। আকাশে মেঘলা ভাব। কিছুটা শীতের আবহ বিরাজ করছে। মাঠের পূর্ব দিকে নানা খাদ্যের পসরা সাজিয়েছে দোকানীরা। চার দিকে নানা রঙের লাইটিং। মঞ্চ সামিয়ানার চাদরে সাজানো পরিপাটি আয়োজন। ধীরে ধীরে উৎসুক জনজনতা জড়ো হতে থাকে। একটু পর রাত নয় মঞ্চে উঠেন সাঁইজির ভক্ত বাউলরা।

ভক্তরা এসেজে কুষ্টিয়ার সাঁইজির আখড়া থেকে। বাদ্যযন্ত্র রেডির পর শুরু হয় হয় সাঁইজির গান। লালন শিল্পী শাহাবুল, বাউল রশীদ, গামছা নার্গিস, মুন মোনালিসা, কাজল রেখার গান বন্দনায় জমে উঠে মরমী কবি লালন সাঁইজির স্মরণোৎসবে। এমনি আয়োজন ছিল মধুপুর লালন সংঘের। লালন সাঁইজির ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে মধুপুর লালন সংঘ রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে লালন স্মরণোৎসবে লালনের গান গেয়ে মাতিয়ে যায় লালন বাউলরা।

টাঙ্গাইলের মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর লালন সংঘের সভাপতি সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন তরফদার। মধুপুর লালন সংঘের উপদেষ্টা সাংবাদিক এস এম শহীদের সঞ্চালনায় আলোচনা পর্বে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) মো.এমরানুল কবির, লালন স্মরণোৎসবের আহবায়ক মো.সবুজ মিয়া, মধুপুর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের সমন্বয়ক ও জেলা ছাত্র ফেডারেশন এর সভাপতি ফাতেমা রহমান বিথী।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় দিয়ে বরন করে নেয়া হয় এবং মধুপুর লালন সংঘের উপদেষ্টা প্রয়াত সাংবাদিক এম এ রউফ এর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মধুপুর লালন সংঘের উপদেষ্টা অলোক কুমার চৌধুরীর সঞ্চালনায় স্মরণোৎবে সংগীত পরিবেশন করেন কুষ্টিয়া থেকে আগত লালন শিল্পী ছাড়াও মধুপুর লালন সংঘের নিয়মিত শিল্পীবৃন্দ।

গত ১২ ফেব্রুয়ারি স্থগিত হওয়া মধুপুর লালন স্মরণোৎসব ২৩ ফেব্রুয়ারি রবিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়েছিল। কিন্তু অডিটোরিয়ামে সীমিত (ছয়- সাতশো)আসন সংখ্যার কারণে সেখানে উৎসব আয়োজন সম্ভব নয়। সেজন্য গত ১৮ ফেব্রুয়াারি জেলা প্রশাসক টাঙ্গাইল বরাবর বাসস্ট্যান্ডে (স্থগিত হওয়ার আগে নির্ধারিত) অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে আবেদনের প্রেক্ষিতে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ২০ ফেব্রুয়াারি রানী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসব আয়োজনের পরামর্শে এ উৎসবটি হয়। লালন স্মরণোৎসব জেলা পরিষদ অডিটোরিয়াম এর পরিবর্তে মধুপুর রানী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মরমী কবি লালন সাঁইজির ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে মধুপুর লালন সংঘ গত ১২ ফেব্রুয়ারি লালন স্মরণোৎসব ২০২৫' আয়োজন করে। কিন্তু ইসলামিক কয়েকটি দলের বাঁধায় অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়। অনুষ্ঠান স্থগিত করার পর বিষয়টি সংবাদ মাধ্যমে প্রচারিত হলে উপজেলা প্রশাসন এবং মধুপুর বিএডিসি ক্যাম্পে স্থাপিত সেনা ক্যাম্প থেকে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়। অবশেষে উভয় পক্ষের উপস্থিতিতে সমোঝোতার মাধ্যমে অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং ২৩ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়। এতে মধুপুর হেফাজতে ইসলাম প্রতিশ্রুতি দেয় অনুষ্ঠান আয়োজনে তারা কোন বাঁধার সৃষ্টি করবে না।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে