বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

গোয়ালন্দে র‌্যাবের অভিযানেহত্যা মামলার আসামি গ্রেফতার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৪
গোয়ালন্দে র‌্যাবের অভিযানেহত্যা মামলার আসামি গ্রেফতার
ছবি: যায়যায়দিন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ফরিদপুর চাঞ্চল্যকর অটোচালক ফরহাদ প্রামানিক হত্যা মামলার আসামিকে আটক করেছে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃত বাদশা গাজী (২৫) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কাজী পাড়া এলাকার কুদ্দুস গাজীর ছেলে।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ফরিদ পুর সিপিসি-৩ র‌্যাব-১০ কোম্পানি অধিনায়ক এস এম হাসান সিদ্দিক।

এর আগে গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলাহয়, গত ৩০ জানুয়ারি সকাল ১১টায় ফরহাদ তার বাবার অটোরিকশা নিয়ে বের হয়। এরপর সারাদিন শেষে রাত সাড়ে ৮টায় তার ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোজাখুজি করার পর পরের দিন ৩১ জানুয়ারি দুপুর ১২ টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কাচারীটেক এলাকায় জনৈক হাকিম মোল্লার কলাবাগানের ভিতরে কলাপাতা দিয়ে ঢাকা প্লাস্টিকের রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ফরহাদের মৃতদেহ পাওয়া যায়। তার বাবা বাদি হয়ে ঐদিন থানায় মামলা করে। এই মামলার তদন্তে র‌্যাব নেওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় গত শনিবার আসামি কে আটক করে।

আরও জানানো হয়, গ্রেফতারকৃত আসামি বাদশা গাজী (২৫) এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে