শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

জামায়াতে ইসলামীকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৭
জামায়াতে ইসলামীকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন 
ছবি: যায়যায়দিন

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের অডিট সংক্রান্ত কাজে অধ্যক্ষ পদে একাধিক ব্যাক্তি সাক্ষাৎকার দিতে এলে সংঘর্ষের সৃষ্টি হয় এবং নুরুজ্জামান নামে অধ্যক্ষ দাবিদার একজন কে পুলিশ গ্রেফতার করে। এরই প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে জামায়াতে ইসলামীকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামি হাতীবান্ধা উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাতীবান্ধা মডেল কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং জামায়াতের উপজেলা আমীর হাছেন আলী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে ২০১০ সালে স্থায়ী নিয়োগপ্রাপ্ত হই।

আমি হট্টোগোল শুনলে বাহিরে আসি এবং একজন কে রক্তাক্ত অবস্থায় দেখি। স্থানীয় জনগনের দাবির তোপে বিশৃংঙ্খলা সৃষ্টি কারী মূলহোতা কলেজের অধ্যক্ষ দাবিদার যুবলীগ ক্যাডার নুরুজ্জামান কে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় এবং পরিবেশ আবারো শান্ত হয়। সেখানকার বিষয়টি আমার একান্ত ব্যাক্তিগত ও প্রতিষ্ঠানিক কিন্তু ডিবিসি নিউজ সহ বিভিন্ন প্রচার মিডিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি কে জড়িয়ে ভিক্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচার করে উক্ত সংগঠন দ্বয়ের ভাবমর্যাদা ক্ষুন্ন করা এবং জনগনকে সংগঠন থেকে দূরে সরার অপ-চেষ্টার তিব্র নিদ্রা ও প্রতিবাদ জানাচ্ছি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে