লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে বৈষম্যবিহীন সেবার অধিকার প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। রামগতি উপজেলা ও রামগতি পৌরসভার যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) বিকাশ চন্দ্র চাকমা, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ মুর্তজা আল আমিন, জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন বাবলু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজগর হোসেন, উপ সহকারী প্রকৌশলী মোঃ মাসুদ রেজা, জনস্বাস্থ্য প্রকৌশলী তানভীর হোসেন, প্রেসক্লাব সভাপতি রেজাউল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর শাখার সদস্য মিনহাজুল ইসলাম রাজু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ।
যাযাদি/ এসএম