দিনাজপুর চিরিরবন্দর থানায় ওপেন হাউ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় চিরিরবন্দর থানা চত্বরে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল ওদুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দা, সুধী সমাজ, গ্রাম্য পুলিশ, শিক্ষক ছাত্র-ছাত্রী রাজনৈতিক দলের নেতা কর্মীসহ প্রায় ২ শতাধিক মানুষ অংশ গ্রহন করেন।
প্রধান অতিথি পুলিশ সুপার মারুফাত হুসাইন উপস্থিত সকলের কাছে মাদক, সন্ত্রাস, ভুমিদখল, বাল্য বিবাহ সহ বিভিন্ন সংঘটিত অপরাধ দমনে নানান সুবিধা ও অসুবিধার গুরুত্ব সহকারে শোনেন এবং ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
যাযাদি/ এসএম