শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মনপুরায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

মনপুরা (ভোলা) প্রতিনিধি
  ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৮
মনপুরায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ
ছবি: যায়যায়দিন

ভোলার মনপুরায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। 'কৃষি উন্নয়নের মাধমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরন প্রকল্প'র বাস্তবায়নে প্রশিক্ষণটি আয়োজন করে 'বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)'।

উপজেলার হাজীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে রোববার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত ৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে সুস্থ জীবনযাপনের জন্য ফলিত পুষ্টি, সুষম খাদ্য, নিরাপদ খাদ্য ও জীবন চক্রে পুষ্টিসহ বিভিন্ন বিষয়ের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান তাওহীদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহমুদ আব্দুল্লাহ আল নোমান, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর প্রশিক্ষক দীপ্রজিত সরকার ও সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কাওছার আহমেদ প্রমূখ।

প্রশিক্ষনে এসএএও, শিক্ষক-শিক্ষিকা, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর'র কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, তথ্য সেবা সহকারি, ইমাম, পুরোহিত ও এনজিওকর্মিরা প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহন করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে