সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ওলামা পরিষদ গঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল বাছেত খানের সভাপতিত্বে রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা নির্বাচনী এলাকার ওলামায়ে কেরামদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে ওলামায়ে কেরামদের গোপন ভোটে মাওলানা আব্দুল বাসেত খানকে সভাপতি ও মাওলানা শাহাদাত হোসাইনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে ১০৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাওলানা ইসমাইল হোসেন, মুফতি আব্দুর রউফ, তাড়াশ মারকাজ মসজিদের খতিব মাও. লুৎফর রহমান, মুফতি আকতারুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতি নূরুদ্দীন নোমানী, মুফতি রেজাউল করিম, মাওলানা আব্দুল লতিফ খান, মাওলাানা জহুরুল ইসলাম, মুফতি নাজমুন নূর,মাওলানা ইয়াহিয়া, মাওলানা আল আমিন প্রমুখ।
বক্তরা আগামী দিনে ঐকবদ্ধ থেকে দেশ ও জাতির উন্নয়নে কাজ করার প্রতিজ্ঞা করেন। সেই সাথে সকল জুলুমের অবসান ঘটিয়ে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমে কাজ করবেন বলেও অভিমত ব্যক্ত করেন।
যাযাদি/ এম