বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ধনবাড়ীতে নিখোঁজ যুবকের মরদেহ সরিষাবাড়ী থেকে উদ্ধার!

ধনবাড়ী(টাঙ্গাইল)প্রতিনিধি
  ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৩
ধনবাড়ীতে নিখোঁজ যুবকের মরদেহ সরিষাবাড়ী থেকে উদ্ধার!
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের ধনবাড়ীর মুশুদ্দি এলাকার মজারের ওরশ থেকে নিখোঁজ যুবকের মরদেহ জামালপুরের সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের পরমান্দপুর এলাকার এক ধানের ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া জানান, পাশের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি এলাকার নঈম চাঁনের মাজারের ওরশ থেকে গতকাল রাতে নিখোঁজ হয় মোমিন নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবক।

বৃহস্পতিবার(২৭ ফেব্রæয়ারি) সকালে সরিষাবাড়ী ও ধনবাড়ী দুই উপজেলার সীমানাবর্তী এলাকার ঝিনাই নদীর পাশের পরমান্দপুর এলাকার এক কৃষকের ধানের ক্ষেতের কাঁদা মাটিতে পড়ে থাকা এক ওই যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও আইনী কার্যক্রম অব্যহত রয়েছে। লাশের ময়না তদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নিহত যুবক মোমিন মিয়া(১৮) পাশের টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মুশুদ্দি বড় ঝোপনা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

নিহত মোমিনের মা মর্জিনা ও বাবা মোফাজ্জল হোসেন কান্না জড়িত কণ্ঠে এই প্রতিবেদকে জানান, আমার ছেলে গতকাল বুধবার সন্ধ্যার আগে মুশুদ্দি ওরসে গেছিলো রাতে আর বাড়ী ফিরে নাই। সকালে খবর পাইছি আমার ছেলে কে মাইরা ফালাইছে। আমার ছেলে খুব নিরীহ মানুষ ছিলো,যারা আমার ছেলে কে যারা হত্যা করছে তাদের গ্রেপ্তার সহ ফাঁসির দাবী করেন।

এঘটনায় স্থানীয় এলাকাবাসী দ্রæত তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে