সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হাওরে ফসলরক্ষা বাঁধের ১৫টি প্রকল্প কাজ পরিদর্শন করেন ধর্মপাশা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার ও শুক্রবার সকাল থেকে দুপুর ২টার পর্যন্ত তারা চন্দ্র সোনার থাল, রুই ক্যাইলানী হাওরে এসব প্রকল্প কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ফসলরক্ষা বাঁধের সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)কে নীতিমালা মেনে নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করার জন্য নির্দেশ দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম রহমত, যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজুমদার, জয়শ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি ইকবাল হোসেন মন্টু, সাবেক জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবদলের সদস্য চন্দন খান, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, রাজাপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
যাযাদি/ এসএম