নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের জন্য ৬০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ চিরসুখ’।
শুক্রবার সকাল ১০টায় চরপার্বতী ইউনিয়নের চৌধুরী হাটসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম শুরু করা হয়। স্বল্প মূল্যে গরুর মাংস কিনতে সকাল থেকে দীর্ঘ সারিতে দাঁড়ান ক্রেতারা। মাত্র ৪০ মিনিটের মধ্যেই ১২৯ কেজি মাংস শেষ হয়ে যায়।
সাইফুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, ‘ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি হবে। এ জন্য সকাল ৯টার দিকে এসে লাইনে দাঁড়িয়েছি। দাম বেশি হওয়ায় গরুর মাংস ভাগ্যে জোটে না। আজ মাংস নিতে পেরে অনেক ভালো লাগলো।
বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি থেকে অবসরে যাওয়া রহিম মিয়া বলেন, ‘সিন্ডিকেটের কারণে গরুর মাংস এখন নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে। গরিবের কথা তো বলারই প্রয়োজন নেই। সেখানে ৬০০ টাকায় গরুর মাংস পাওয়া যাচ্ছে শুনে কিনতে এসেছি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর এক কেজি মাংস নিতে পেরেছি।’
স্বেচ্ছাসেবী সংগঠন 'হাসিমুখ চিরসুখ'এর পরিচালক আজাদ খান জানান ,বাজারে সিন্ডিকেটের মাধ্যমে গরুর মাংসের দাম এত বৃদ্ধি পেয়েছে যে তা সাধারণ মানুষের নাগালের বাইরে। মাহে রমজানকে কেন্দ্র করে সবশ্রেণী পেশার মানুষ যেনো সুলভমুল্যে গরুর মাংস খেতে পারে তাই আমরা এ উদ্যোগ নিয়েছি।ব্যবসায়ীরাও ইচ্ছা করলেই ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যে গরুর মাংস বিক্রি করতে পারেন।
যাযাদি/ এসএম