শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বোরহানউদ্দিনে জমজমাট ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্টিত

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫২
বোরহানউদ্দিনে জমজমাট ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্টিত
ছবি: যায়যায়দিন

ভোলার বোরহানউদ্দিনে জমজমাট ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপজেলা প্রশাসন আয়োজনে ওই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লাট সড়ক থেকে এ ম্যারাথন দৌড় শুরু হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের সামনে এসে শেষ হয়।

ম্যারাথন দৌড় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান।এসময় উপস্থিল ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ দাস, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পুষ্টিবিদ বাবুল আখতার প্রমুখ।

প্রতিযোগীতায় উপজেলার ৭২ জন তরুণ অংশগ্রহণ করেন। এতে ১৮ মিনিট সময় নিয়ে হুমায়ুন কবির প্রথম স্থান অর্জন করেন। ওমর ফারুক ও সোহেল যথাক্রমে ১৯ ও ২০ মিনিট সময় নিয়ে ২য় ও ৩য় স্থান অধিকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান বিজয়ীদের হাতে ক্রেস্ট,মেডেল, ও সনদপত্র তুলে দেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে