বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার  

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  ০১ মার্চ ২০২৫, ১৪:৩১
ভাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার  
প্রতীকি ছবি

ভাঙ্গায় হাজেরা বেগম (২৮) নামক এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামের ওই গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে । নিহত গৃহবধূ ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী নুরুল আলম মুন্সির স্ত্রী এবং একই ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের কাসেম আলীর মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হাজেরা বেগমের সঙ্গে নুরুল আলম মুন্সির ১২ বছর আগে বিয়ে হয়। তাদের নাজমুল (১০) নামক একটি ছেলে এবং রহিমা (৫) নামক একটি মেয়ে রয়েছে। শুক্রবার রাতে ওই গৃহবধূ রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। হঠাৎ রাত সাড়ে এগারোটার দিকে তার ছেলের ঘুম ভেঙ্গে যায় । এ সময় সে তার মাকে ওড়না দিয়ে ঘরের ফ্যানের সাথে ঝুলতে দেখে চিৎকার করে। পরে বাড়ির লোকজন ঝুলন্ত অবস্থায় দেখে তাকে নিচে নামায় এবং মৃত অবস্থায় দেখতে পায়। পরে ভাঙ্গা থানা পুলিশকে খবর দেওয়া হয়।

ভাঙ্গা থানার উপপরিদর্শক মোঃ আফজাল হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে হাজেরা বেগম নামক এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছি। শনিবার সকালে তার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে