বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বিরামপুরে ফেন্সিডিলসহ যুবক আটক

বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি
  ০১ মার্চ ২০২৫, ১৭:৪৪
বিরামপুরে ফেন্সিডিলসহ যুবক আটক
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্ত এলাকার পাটনচড়া বাজারের রাস্তার উপরথেকে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ হাসিনুর সরকার (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক(এসআই) আমির হোসেন ও তাঁর সাথে থাকা একটি দল।

এ বিষয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিরামপুর থানায় ২০১৮ সালের মাদক আইনের ৩৬(১) সারণিক ১৪(খ) ধারায় মামলা দায়ের হয়েছে। যাহার মামলা নং ২৫। আটক আসামী হাসিনুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড খিয়ার মামুদপুর গ্রামের কাজেম উদ্দির সরকারের ছেলে। এবং সে ইউপি সদস্য শুকুর আলীর আপন ছোট ভাই বলে বিরামপুর থানাসূত্র জানিয়েছেন।

বিরামপুর থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক এঁর নির্দেশে ও গোপন সংবাদের ভিত্তিত্বে তাঁর নেতৃত্বে সঙ্গীয় সৈনিকসহ সন্ধ্যায় উপজেলার জোতবানী ইউনিয়নের সীমান্ত এলাকার পাটনচড়া বাজারে অবস্থান করি। উক্ত সময় মাদক ব্যবসায়ী হাসিনুর সরকার আমাদের নিয়ন্ত্রনে এলে তাকে দাঁড় করিয়ে, তার হাতে থাকা ব্যাগের মধ্যে তল্লাসী চালিয়ে পলিথিনে মোড়ানো ১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার পূর্বক তাকে আটক করি।

এ বিষয়ে এক বার্তায় বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে যায়যায়দিনকে জানান, ১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ হাসিনুর সরকার (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বিরামপুর থানায় ২০১৮ সালের মাদক আইনের ৩৬(১) সারণিক ১৪(খ) ধারায় মামলা দায়ের পূর্বক ০১ মার্চ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে