জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল ১ মার্চ শনিবার সকালে শিল্পকলা একাডেমিতে নূরানী বৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ১২টি নূরানী মাদ্রাসার ৬শ জন অংশগ্রহনকারীর মধ্যে ১৬০জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে ৩২জন ট্যালেন্টপুল এবং ৫জন সেরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ চাঁদ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক দুলাল মিয়া, উপজেলা যুবদলের সদস্য প্রভাষক রেজা ইমরান রাহুল, সরিষাবাড়ি আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী, সরিষাবাড়ি নূরানী বৃত্তি কল্যাণ সংস্থার সহ-সভাপতি মাও: আ: রাজ্জাক, সাধারণ সম্পাদক মাও: আতাউর রহমান শিহাব, সরিষাবাড়ী টাউন জামে মসজিদের পেশ ইমাম মাও: আ: মালেক, আলহেরা ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক মাও: নূরুল হকসহ বিভিন্ন নূরানী মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষকগণ। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওঃ সাইদুর রহমান ও হাফেজ উসামা তামজীদ।
যাযাদি/ এম