শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সরিষাবাড়ীতে নূরানী বৃত্তির ফলাফল ও পুরস্কার বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
  ০১ মার্চ ২০২৫, ১৭:৫৯
সরিষাবাড়ীতে নূরানী বৃত্তির ফলাফল ও পুরস্কার বিতরণ
ছবি: যায়যায়দিন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল ১ মার্চ শনিবার সকালে শিল্পকলা একাডেমিতে নূরানী বৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে ১২টি নূরানী মাদ্রাসার ৬শ জন অংশগ্রহনকারীর মধ্যে ১৬০জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে ৩২জন ট্যালেন্টপুল এবং ৫জন সেরা।

সরিষাবাড়ি নূরানী বৃত্তি কল্যাণ সংস্থার সভাপতি হাফেজ মাওঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সুযোগ্য উত্তরসূরি সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবদলের আহবায়ক এ.কে.এম ফয়জুল কবীর তালুকদার শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ চাঁদ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক দুলাল মিয়া, উপজেলা যুবদলের সদস্য প্রভাষক রেজা ইমরান রাহুল, সরিষাবাড়ি আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী, সরিষাবাড়ি নূরানী বৃত্তি কল্যাণ সংস্থার সহ-সভাপতি মাও: আ: রাজ্জাক, সাধারণ সম্পাদক মাও: আতাউর রহমান শিহাব, সরিষাবাড়ী টাউন জামে মসজিদের পেশ ইমাম মাও: আ: মালেক, আলহেরা ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক মাও: নূরুল হকসহ বিভিন্ন নূরানী মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষকগণ। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওঃ সাইদুর রহমান ও হাফেজ উসামা তামজীদ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে