দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ ওয়ারেন্ট মূলে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রায়হান কে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করেছে। পলাতক আসামী রায়হান উপজেলার দিওড় ইউনিয়নের বেপারীটোলা এলাকার আবুল হোসেনের ছেলে।
থানা উপ- পুলিশ পরিদর্শক (এসআই) দুলু মিয়া জানান,থানার অফিসার ইনচার্জ(ওসি) মমতাজুল হক এঁর নির্দেশে ও গোপন সংবাদের ভিত্তিত্বর ওয়ারেন্ট মূলে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রায়হান কে শনিবার (১মার্চ) রাত্ত সাড়ে তিন টার দিকে সঙ্গীয় ফোর্সসহ জেলার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর এলাকা থেকে গ্রেফতার করেছি।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মমতাজুল হক যায়যায়দিন কে জানান, রংপুর জেলার জি আর নং- ৪২১/১২ (কোতয়ালী) দায়রা নং-৩৫৩/১৩( তিন বছর সাজা) প্রাপ্ত পলাতক আসামী রায়হান কে থানা উপ- পুলিশ পরিদর্শক(এসআই) দিলু মিয়া সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার করে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন।
যাযাদি/ এমএস