দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ইট ভাটায় মোবাইল কোর্ট জরিমানা ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরাকে স্মারকলিপি প্রদান করেছে বাংলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি চিরিরবন্দর উপজেলা শাখা।
মঙ্গলবার সকাল ১১টায় চিরিরবন্দর উপজেলা চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে ও বিক্ষোভ কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরাকে স্মারকলিপি প্রদান করেন।
বিক্ষোভ সমাবেশ দিনাজপুর ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও চিরিরবন্দর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ময়েন উদ্দিন শাহ্ বলেন, আমরা সরকারের নিয়ম মনে ইট ভাটা তৈরি করেছি আমাদেল লাইসেন্স দেয়া হয়োছিল। কিন্তু হঠাৎ করে সরকার লাইসেন্স নবায়ন দিতে ঝামেলা করেছে। আবার হাইকোর্ট থেকে লাইসেন্স না থাকা ইটভাটা গুলো গুড়িয়ে দিচ্ছে আমরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই দ্রুত সরকার অটো ইট ভাটা মত আমাদের কেও ৪০০ মিটারের মধ্যে লাইসেন্স দিয়েছে আমাদের ঝিকঝাক ভাটা গুলোকেও ৪০০ মিটারের মধ্যে লাইসেন্স দ্রুত সময়ের মধ্যে সরকার দিবে এটায় আমাদের দাবি।
যাযাদি/ এসএম