কুড়িগ্রামের চিলমারীতে মো: সাজেদুল ইসলাম (২৮) নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে পশ্চিম খড়খড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাজেদুল ইসলাম ওই এলাকার খয়বর হোসেনের ছেলে ও জাতীয় শ্রমিক লীগের চিলমারী উপজেলা শাখার সহ-সভাপতি।
চিলমারী থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্র জনতার উপর হামলার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।
যাযাদি/ এসএম