শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
  ০৪ মার্চ ২০২৫, ১৪:১৯
নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু
ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে নামাজের সময় বরকত আলী মুন্সি (৭০) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিন বরকত আলী মুন্সি।

প্রতিদিনের মতো সোমবার মসজিদে গিয়ে এশার নামাজের আযান দেন। এরপর দুই রাকাত সুন্নত নামাজ পড়া শুরু করেন তিনি। এসময় সেজদারত অবস্থায় মসজিদের মধ্যে লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়। মঙ্গলবার সকাল ১১টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে