শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

শ্রীমঙ্গলে এসোসিয়েশন অব আমেরিকা’র খাদ্য সামগ্রী বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  ০৪ মার্চ ২০২৫, ১৬:০৮
শ্রীমঙ্গলে এসোসিয়েশন অব আমেরিকা’র খাদ্য সামগ্রী বিতরণ
ছবি: যায়যায়দিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দুস্তদের মাঝে ৬৫০ ব্যাগ খাদ্য সামগ্রী বিতরণ করেছে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল হোটেল ইসাকী এমোস এর নীচ তলায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫কেজি চাল, ১লিটার সয়াবিন তেল, ১কেজি ডাল, ১ কেজি ছানা, ১কেজি চিনি, ১কেজি আটা, ১কেজি ময়দা ও ১প্যাকেট সেমাই।

শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ সভাপতি মোস্তাক এলাহি চমন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল রাফি আহমেদ চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম ফুয়াদ, দুপ্রক এর সাধারণ সম্পাদক আব্দুর রউফ তালুকদার, এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর সহ-সভাপতি ঝলক দত্ত, যুগ্ন সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইপু,

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন, সিনিয়র সাংবাদিক কাওছার ইকবাল, আমেরিকা প্রবাসী মুজিবুর রহমান রেনু, এসোসিয়েশনের শ্রীমঙ্গল প্রতিনিধি সাইফ উদ্দিন লিটন।

এ সময় ৬৫০ জন অসহায়দের খাদ্য সামগ্রী সকল সদস্যের প্রতিনিধিদের হাতে তুলে দেন সংগঠনের সভাপতি মোস্তাক এলাহি চমন। প্রতিনিধিরা যার যার এলাকায় নিয়ে তাদের মধ্যে থাকা আত্মীয় স্বজন বা গরীব অসহায়দের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করবেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন, সৈয়দ ছায়েদ আহমেদ।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে