বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কাহারোলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভষ্মিভূত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
  ০৪ মার্চ ২০২৫, ২০:৫৪
কাহারোলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভষ্মিভূত
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের কাহারোল উপজেলার ২ নং রসুলপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে স্বপন কুমার রায়ের বসত বাড়িতে সোমবার (৩মার্চ) রাত আনুমানিক ৮ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের ঘটনায় স্বপন কুমার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকান্ডের সূত্রপাতে, ঘরের রক্ষিত মালামাল আসবাবপত্র সহ কাপড়-চোপড় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ভগবান বাঁচিয়েছে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত কাহারোল ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহ এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস দ্রুত আসার কারণে পাশের বসতবাড়ি বেঁচে গেছে। এ ঘটনায় ২নং রসুলপুর ইউনিয়ন পরিষদ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রাসেল ইসলাম জানান, উপজেলা প্রশাসন অগ্নিকান্ডে নিঃস্ব পরিবারের পাশে রয়েছে, ইতিমধ্যে শীতবস্ত্র পাঠিয়েছে ।

এছাড়াও আমার নিজস্ব পক্ষ থেকে নিঃস্ব পরিবারকে পরনের কাপড়-চোপড় দেওয়া হয়েছে। এদিকে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্ত পরিবারকে আরো সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে