ফরিদপুরের মধুখালীতে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৪ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দী পূর্বপাড়া রফিক মিয়ার বাড়িতে গতকাল আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ঘরে নামাজরত অবস্থায় থাকা ছমিরন বেগম (৯০) আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যায়। পরে ৯৯৯ এ ফোন পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয় বাসিন্দা ফরিদ মিয়া বলেন, আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে বৃদ্ধা ছমিরন বেগম নামাজরত অবস্থায় ছিলেন।বাড়িতে অন্য লোক না থাকায় আগুনের বিষয়টা বৃদ্ধা সমিরন বেগম বুঝতে পারেননি, আর এজন্যই তিনি কিছু না বুঝায় আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যান।
এ ব্যাপারে মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।অগ্নিকাণ্ডে ঘরে থাকা অবস্থায় সমিরন বেগম (৯০) নামে একজন বৃদ্ধা মহিলা মারা গেছে। আমরা তদন্ত করছি তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
যাযাদি/ এসএম