নিয়মনীতির তোয়াক্কা না করে ছুটি ছাড়াই সাত দিন ধরে কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস এম মেসকাতুল ইসলাম। ফলে ওই কার্যালয়ে বিভিন্ন দাপ্তরিক কাজে ব্যাঘাত ঘটছে।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিসে পিআইও) এস এম মেসকাতুল ইসলাম অফিস কক্ষে নেই। চেয়ার ফাকা পড়ে আছে। অফিস সহায়ক মোঃ হযরত আলী ওরফে বাসার সামনের চেয়ারে বসে আছে।
এ সময় অফিস সহায়ক মো. হযরত আলী ওরফে বাসার দাবি করেন, পিআইও এস এম মেসকাতুল ইসলাম স্যার অসুস্থ তাই তিনি গত সাত ধরে দিন অফিসে আসতে পারেন নাই।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, পিআইও গত বৃহস্পতিবার অফিস করে বাড়ি গিয়েছেন আজ বুধবার সকাল ১১টার পর্যন্ত তিনি অফিসে আসেন নাই পুরো অফিসিয়াল কার্যক্রম ব্যাঘাত ঘটছে।
এ ব্যাপারে পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল বলেন, পিআইও এস এম মেসকাতুল ইসলাম সাব গত সাত দিন ধরে অনুপস্থিত থাকায় বিভিন্ন সময় হতদরিদ্র পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন বরাদ্দ আটকে আছে, অনেকে কাজ করেও বিল পাচ্ছে না, ফোন দিলেও পিআইও ফোন ধরছে না। ফলে পুরো অফিসিয়াল কার্যক্রম ভেঙে পড়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস এম মেসকাতুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে কল করে অফিসে কেন অনুপস্থিত জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, ভাই আমি রাস্তায় আছি আসতেছি আপনার সাথে এসে অফিসে এ বিষয়ে সরাসরি কথা বলব বলে তিনি ফোনটি কেটে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, শারীরিক অসুস্থতার জন্য পিআইও অফিসে আসতে পারে নাই । পিআইও 'কি লিখিত ছুটি নিয়ে গেছেন ইউএনও জনি রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন মৌখিক ছুটি নিয়েছিল। তবে আমি সকালে তাকে কল দিয়েছিলাম সে বলছে অফিসে আসতেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাকিবুর রহমান বলেন, আমার কাছ থেকে পিআইও কোন ছুটি নেয় নাই। তবে কেন উনি অফিসে অনুপস্থিত এ বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যাযাদি/ এসএম