শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

হাজীগঞ্জে দুই ব্যবসায়ীকে জরিমানা

হাজীগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি
  ০৫ মার্চ ২০২৫, ১৬:৪৭
হাজীগঞ্জে দুই ব্যবসায়ীকে জরিমানা
ছবি: যায়যায়দিন

চাঁদপুরের হাজীগঞ্জে বেশি দামে খেজুর বিক্রির অভিযোগে এবং বস্তার খেজুর ভিআইপি মোড়কে বাজারজাত করার দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন। বুধবার (০৫ মার্চ) দুপুরে হাজীগঞ্জ বাজারের থানা রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, বাজারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি, ক্রয়-বিক্রয় ভাউচার না থাকায় এবং বস্তার বা খোলা খেজুরকে ভিআইপি মোড়কে বাজারজাত করে বেশি দামে বিক্রির দায়ে শান্তা ফলের আড়ৎ এর মালিক সেলিমকে ১০ হাজার টাকা ও সালমান সাইফ এন্টার প্রাইজ এর মালিক শহিদুল্লাহ মুন্সীকে ৮ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন বলেন, পবিত্র মাহে রমজানের শুরু থেকে বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়। প্রথম দিন হওয়ায় সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। এরপর অভিযান পরিচালনায় এরকম অভিযোগ পাওয়া গেলে ভোক্তার ধারা অনুযায়ী যা জরিমানা এবং দণ্ড দেওয়া হবে।

তিনি আরো বলেন, অভিযানের সময় বিভিন্ন দোকানে গিয়ে ভাউচারসহ অন্য কাগজপত্র চেক করা হয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে