ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) রাতে মহাসড়কের মাইজপাড়া খিলাল ফ্যাক্টরির সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্বল্প পেন্নাই গ্রামের মো. শাহাদাৎ হোসেন (২১) এবং একই গ্রামের মো. জাহিদুল ইসলাম (১৯)।
বুধবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি আইফোন এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
যাযাদি/ এমএস