বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ছিনতাই হওয়া সুতাবোঝাই কভার্ডভ্যান উদ্ধার, আটক ৩

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি-
  ০৭ মার্চ ২০২৫, ১০:২৪
ছিনতাই হওয়া সুতাবোঝাই কভার্ডভ্যান উদ্ধার, আটক ৩
ছবি: যায়যায়দিন

নারায়নগঞ্জের ফতুল্লা থেকে ছিনতাই হওয়া ২৭০০ কেজি গার্মেন্টসের সুতাবোঝাই কাভার্ডভ্যান নিয়ে পালানোর সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়ায় স্থানীয় লোকজনের কাছে ধরা পড়েছেন ছিনতাইকারীরা। পরে পুলিশে খবর দিলে কাভার্ডভ্যান উদ্ধারসহ জনতার হাতে ধৃত তিন ছিনতাইকারীকে আটক করে থানা পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৬মার্চ) ভোর ৬টার দিকে লৌহজংয়ের হলদিয়া এলাকায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সাথে ধাক্কা খায় একটি কাভার্ডভ্যান। এসময় ক্ষতিগ্রস্থ হয় বৈদ্যুতিক মিটার। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা বাহনটিকে আটক করে পুলিশে খবর দেয়। আটককৃতরা হচ্ছেন- আব্দুর রহমান, মো. মনির গাজী ও আকাশ শেখ।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে কাভার্ডভ্যানটি ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন।

ফতুল্লা থানা পুলিশের বরাতে লৌহজং থানার ওসি বলেন, বুধবার রাতে গাজিপুরের শ্রীপুর থেকে ২৭০০ কেজি সূতাবোঝাই কাভার্ডভ্যানটি নিয়ে চালক ফতুল্লা এলাকায় আসেন। এসময় তিনি বিশ্রামের জন্য বাড়িতে গেলে এই চক্রটি কাভার্ডভ্যানটি চুরি করে চালিয়ে নিয়ে রওনা হয়। পথে লৌহজংয়ে দুর্ঘটনার কবলে পড়ে তারা ধরা পড়ে।

ওসি আরও জানান,এ ঘটনায় ফতুল্লা থানায় চুরির মামলা দায়ের শেষে আটককৃতদের হস্তান্তর করা হবে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে